বিচিত্র রূপনী- পার্থ বসু (বই রিভিউ) ★ সুপর্ণা ঘোষ

রবীন্দ্রনাথ নারীকে দেখেছেন বিচিত্র বেশে। এই বইতে লেখক সেই বিচিত্র নারীকে আবিষ্কার করেছেন জীবনের বিচিত্র ক্ষেত্রে। তাঁদের প্রেম, প্রেরণা, সুর ও সংগ্রামের নিবিড় বিবরণে উজ্জ্বল হযে রইলেন সেই সব চেনা-অচেনা নারী। এতে পাবেন গত শতকের স্বামিহীনা মৃত বৎসা এক ব্যাখ্যাত কবি যাঁর এক বিদেশি বিদগ্ধ জনের সঙ্গে ব্যর্থ প্রেমের কথা বহুকাল অনুদঘাটিত ছিল।

পাবেন সত্যজিৎ রায় এর প্রেরণা দাত্রী সহসিক সুযোগ্য সহধর্মিনীর কথা।
পাবেন জগতের প্রাচীনতম পেশায় অভিজ্ঞ এক নারীর স্পষ্ট প্রতিবাদী নারীর ইতিহাস রচনা।
চেনা ও অচেনা নারীর অজানা পাঁচটি গল্প উজ্জ্বল হয়ে আছে এই বইতে।

বিচিত্র রূপনী – পার্থ বসু
আনন্দ পাবলিশার্স
প্রচ্ছদ-সমীর সরকার
মূল্য- ৬০/-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *