১০টি শ্রুতি নাটক (রিভিউ) | অমিতাভ ভট্টাচার্য ★ সুপর্ণা ঘোষ

শ্রুতি নাটক তাও আবার বইতে,হ্যাঁ একদম ঠিকই পড়েছেন। শ্রুতি নাটক আমরা প্রায়শই শুনে থাকি রেডিও বা অডিও ভার্সনে, কিন্তু নাটক পড়ার মাধ্যে একটা অন্য রকম ব্যাপার আছে। পেশায় ডাক্তার আর নেশায় টিভির পর্দায় অভিনেতা এবং সঞ্চালক হিসেবে প্রায়শই ডাঃ অমিতাভ ভট্টাচার্যর দেখা মেলে। জনস্বাস্থ্য বিষয়ক বাংলা সাহিত্যে তিনি একজন জনপ্রিয় লেখক।

দেজ পাবলিশিং হাউস থেকে প্রকাশিত ‘১০ টি শ্রুতি নাটক’ বইটিতে রয়েছে দশ টি বিভিন্ন স্বাদের নাটক। কোনটি প্রেম, কোনটি মজার কোনটি সমাজ, কোনটি বিবেক ইত্যাদি দশ ধরনের বিষয় নিয়ে লেখা প্রত্যেকটি নাটকই শেষের পর পাঠকদের মনে দাগ কেটে যাবে সন্দেহ নেই। অত্যন্ত সহজ ও সাবলীল ভাষা এবং বিষয় সম্পূর্ণ ছাপোষা বাঙ্গালীর জীবনের গল্প, পড়ে দেখুন ভালো লাগবেই।।

দেজ পাবলিশিং
প্রচ্ছদ- দেবাশিস দেব
অলংকরণ- গৌতম চট্টপাধ্যায়
মূল্য- ১০০/-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *