প্রেমিকা, বৌ বা বান্ধবী, সব নিয়ে মেয়েরা নাকি ভয়ানক সন্দেহ বাতিক। আমাদের মেয়েদের জীবনের বেশির ভাগ সময়টাই কেটে যায় চারটে দেওয়াল আর কয়েকটা মানুষ কে ঘিরে। তার এই ছোট্ট সাম্রাজ্যের একমাত্র সম্পদ তার প্রেমিক বা স্বামী। মেয়েটি যতই স্বাধীনচেতা, স্বনির্ভর হোক না কেন, তার সব থেকে দুর্বল নরম জায়গাটা আপনি জুড়ে আছেন। তাই রাগ অভীমান, ভয়, হিংসে সবটাই তুমি কে ঘিরে। তার সন্দেহ করার অভ্যেসটাই আপনার ভীষণ রাগ হয় ঠিক, কিন্তু এই সন্দেহ আপনার কাছের মানুষটিকে কি পরিমান দুমড়ে মুচড়ে দেয় তাও তো আপনার অজানা নয়। তাই ভালোবাসুন, অনেক ভালোবাসুন যেন আপনাকে হারানোর ভয় আর তার না হয়। মেয়েরা সব ছাড়তে পারে, নিজের বাড়ি, বাবা মা আরো কত কি, কেবল আপনার ভালোবাসার ভাগ নয়।
Previous Articleদুর্দান্ত সন্তু – ১ম পর্ব

Suparna Ghosh
“মেঘ বৃষ্টি” আসলে আমার ডাইরির পাতা। কিছুটা কল্পনা, কিছুটা ছেলেমানুষি, কিছুটা অভিমান আর অনেকটাই স্মৃতি। ছোটবেলা থেকেই লিখতে ভালো লাগতো, ভাবতে ভালো লাগতো। ডাইরির পাতায় কত আঁকিবুঁকি, কত কাটাকুটি, কত দুষ্টুমি আছে। যতটা সম্ভব “মেঘ বৃষ্টি” তে তুলে ধরলাম।
Related Posts
Add A Comment