Painting নিঃসঙ্গতা 21/09/201718/02/2023 Megh Bristi “মেঘ বৃষ্টি” আসলে আমার ডাইরির পাতা। কিছুটা কল্পনা, কিছুটা ছেলেমানুষি, কিছুটা অভিমান আর অনেকটাই স্মৃতি। ছোটবেলা থেকেই লিখতে ভালো লাগতো, ভাবতে ভালো লাগতো। ডাইরির পাতায় কত আঁকিবুঁকি, কত কাটাকুটি, কত দুষ্টুমি আছে। যতটা সম্ভব “মেঘ বৃষ্টি” তে তুলে ধরলাম।
একলা আমি ★সুপর্ণা সময়টা পাল্টে গেছে অনুভূতিটাও নড়বড়ে আজ কি ভাবছো! বদলে গেছি! বদলানো কি খালি তোমাদেরই কাজ?
রাধা-কৃষ্ণের শেষ সাক্ষাতে মোহনবাঁশির স্বর্গীয় সুরে মৃত্যুবরণ রাধিকার -সুপর্ণা ঘোষ (Feb 2018) রাধা-কৃষ্ণের শেষ সাক্ষাতে মোহনবাঁশির স্বর্গীয় সুরে মৃত্যুবরণ রাধিকার‚ বাঁশি ভেঙে ফেলে দিলেন শ্রীকৃষ্ণ কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে…