কবে যেন শেষ বার দেখা হলো তোর সাথে
মনে হয় এই তো সেদিন বসেছিলিস ভীষণ কাছে
সময় যেন নদীর স্রোত, ভেসে গেছি দুজন দুদিক
কাছে আসার পাশে বসার মানুষরে তুই পাল্টে গেছিস,
আমি সেদিনও ছিলাম একা আজও আছি দিব্বি জানিস!
খালি কিছু পথের মোড়ে থমকে ভাবি তোকেই খানিক।
ভালোথাক ভালোবাস, ভালোবেসে ভালো রাখ,
তোর খুশি তে খুশি আমি, তোর সুখে থাকা ভীষণ দামী।।
— সুপর্ণা ঘোষ (১৩ অক্টোবর ২০১৭)
Megh Bristi
“মেঘ বৃষ্টি” আসলে আমার ডাইরির পাতা। কিছুটা কল্পনা, কিছুটা ছেলেমানুষি, কিছুটা অভিমান আর অনেকটাই স্মৃতি। ছোটবেলা থেকেই লিখতে ভালো লাগতো, ভাবতে ভালো লাগতো। ডাইরির পাতায় কত আঁকিবুঁকি, কত কাটাকুটি, কত দুষ্টুমি আছে। যতটা সম্ভব “মেঘ বৃষ্টি” তে তুলে ধরলাম।